Rose Good Luck বিবর্তন Rose Good Luck

লিখেছেন লিখেছেন মামুন ১০ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪২:৩০ সকাল

প্রতিদিন একটু একটু করে মানুষ হচ্ছি।

অনেকেরই ভ্রুযুগল ইতোমধ্যে হয়ত দিক পরিবর্তন করেছে। কি বলছে ব্যাটা! মানুষ হচ্ছে ? হ্যা, মানুষের গুন নিজের ভিতর ধারণ করছি। এটা কি মানুষ হওয়া নয়? চলার পথে আমাকে অনেকবার প্রমাণ করতে হয় যে আমি মানুষ । সৃস্টির সেরা জীব।

প্রতি শনিবার ক্যাম্পাসের বিশমাইল গেট থেকে বাসের অপেক্ষায় থাকি। ভোর ৫টার ৫-১০ মিনিট আগেই। সেখানে আরো অনেক সেলাই বন্ধু ও দিদি মনিদের কে দেখি। ওরাও আমাকে দেখে। আমার আর ওদের গন্তব্যের পথ সোজা হওয়াতে এই দেখা। ওরা প্রতিদিন... আর আমি সপ্তাহে এক। আমাদের আসল গন্তব্য কি এক নয়?

বিরাট কোনো দার্শনিক কথা বলে ফেললাম মনে হচ্ছে! মানুষের আসল গন্তব্য তো মৃত্যুপরবর্তী জীবন- এটা সবাই জানে।

নিজেকে চোখ রাংগালাম। ভনিতা না করে আসল কথায় চলে যা।

বাসে উঠলেই বাসযাত্রী ও কন্ডাক্টার এর মধ্যে বচসা হবেই। কারো না কারো সাথে রোজই এটা হতে দেখি। ভাড়া নিয়ে। কেউ হয়ত একবার দিয়েছে। ভুলে কন্ডাক্টর আবার চেয়েছে। এর জন্য অকথ্য ভাষায় গালি-গালাজ। অনেক সময় উত্তম-মধ্যম ও জোটে। দলে ভারী থাকে এই যাত্রীরুপি মানুষেরা। তবে সময় সময় কন্ডাক্টর ও গোয়ার্তুমি করে থাকে। দু’ এক টাকার জন্য ও ভদ্রবেশীদের কে অকথ্য ভাষা ব্যবহার করতে শুনি।

এটা কিসের জন্য? আমাদের অন্য অনেক দিক থেকে হাজার হাজার ট্যাক্সের টাকা মন্ত্রী-আমলারা মেরে দিয়ে খেয়ে যাচ্ছে, সেখানে কিছু করার জো নেই বলেই কি এই দু’একটি টাকার জন্য এতো হিংস্রতা? বেশীরভাগ জনগন ই জানে না তাদের পরিশ্রমলব্ধ টাকার শ্রাদ্ধ হচ্ছে।

তাই প্রতিদিন ই একটু একটু করে নিজের ও অন্যের ভিতর বাস করা অমানুষ দেখি।

তখন খুব মানুষ হতে ইচ্ছে করে!

বিষয়: বিবিধ

৭৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303769
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো
১০ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৫
245735
মামুন লিখেছেন : ধন্যবাদ আপনাকে।Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File